ইউক্রেন দখলের পরিকল্পনা নেই: রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযান চালালেও দেশটি দখলের পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। রুশ গণমাধ্যম আর টির খবরে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়,পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের স্বঘোষিত দুই প্রজাতন্ত্রের মানুষের জীবন রক্ষা এবং আট বছর ধরে তাদের ওপর গণহত্যা ও নৃশংসতার জন্য যারা দায়ী, তাদের শায়েস্তা করতেই এই অভিযান বলে দাবি করেছে মস্কো। 

ইউক্রেনে রুশ অভিযান নিয়ে নিরাপত্তা পরিষদের আহ্বানে জাতিসংঘ সাধারণ পরিষদের তিন দিনের বিশেষ এক জরুরি অধিবেশন শুরু হয়েছে। সেখানেই এ কথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর এর প্রতিবাদে সোচ্চার হয়েছে পশ্চিমা বিশ্ব। 

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত পরিষদকে বলেছেন, ‘ইউক্রেন দখল করাটা আমাদের পরিকল্পনার অংশ নয়। বিশেষ এই অভিযানের উদ্দেশ্য হলো সেই সব মানুষকে রক্ষা করা, যারা আট বছর ধরে কিয়েভ সরকারের নৃশংসতা ও গণহত্যার শিকার। এ জন্যই ইউক্রেনকে নিরস্ত্র করা প্রয়োজন।’

Share this news on: