ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নাবিক নিহত

ইউক্রেনের সমুদ্রবন্দরে আটকা পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে রকেট হামলা হয়েছে। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হয়েছেন। বুধবার রাতে জাহাজের হামলার ঘটনাটি ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ বলেন, রাত ৯টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে ক্ষেপণাস্ত্র হামলায় নাবিক নিহত হন।

তিনি আরও জানান, বল ক্লে লোড করার জন্য জাহাজটি গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনীয় বন্দর অলভিয়ার বর্হিনোঙরে পৌঁছায়। 

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরু হলে জাহাজের মালিকানাধীন কোম্পানি বিএসসি কার্গো লোড প্ল্যান বাতিল করে এবং জাহাজের মাস্টারকে বন্দরে বার্থ না করে আন্তর্জাতিক জলসীমায় স্থানান্তরের নির্দেশ দেয়।

তবে, বন্দরের ছাড়পত্র পেতে বিলম্বের কারণে জাহাজটি বন্দর ত্যাগ করতে ব্যর্থ হয় এবং রাশিয়ান আক্রমণের পর বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সেটি আটকে পড়ে।

Share this news on: