পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব: জেলেনস্কি

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি মনে করেন পুতিনের সঙ্গে সরাসরি আলোচনাই চলমান যুদ্ধ বন্ধের একমাত্র পথ।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি গতকাল জানায়, পুতিনের সঙ্গে সরাসরি কথা বসতে জেলেনস্কি প্রস্তুত আছেন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি মনে করেন, 'প্রতিবেশী' হিসেবে তারা ২ জন আলোচনায় বসে সংঘাত নিয়ে কথা বলতে পারেন।

আরটির প্রতিবেদন মতে, জেলেনস্কি কী বিষয় নিয়ে কথা বলতে চান তা নিয়ে ধোঁয়াশা আছে।

Share this news on: