রাশিয়ায় মাস্টারকার্ড ও ভিসার কার্যক্রম বন্ধের ঘোষণা

ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ায় কার্যক্রম সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্রেডিট কার্ড সেবাদাতা দুই আর্থিক প্রতিষ্ঠান মাস্টারকার্ড ও ভিসা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার আর্থিক ব্যবস্থার ওপর সবশেষ ধাক্কা হিসেবে এলো দুই প্রতিষ্ঠানের ঘোষণা।

মাস্টারকার্ডের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ব্যাংকগুলোর ইস্যু করা কার্ড তাদের সেবা পাবে না। রাশিয়ার বাইরে ইস্যু হওয়া কার্ডগুলো রুশ দোকান কিংবা এটিএম বুথগুলোতে কাজ করবে না।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, গ্রাহক, অংশীদার ও বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা করে রাশিয়ায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

ভিসার পক্ষ থেকে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ায় ভিসার সব লেনদেন বন্ধে গ্রাহক ও সহযোগীদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Share this news on: