রাশিয়ার শীর্ষস্থানীয় কমান্ডার নিহত: ইউক্রেন

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহত হয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের লাইভে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা পরিষেবা মন্ত্রণালয়ের দাবি, দেশটির খারকিভ শহরের কাছে যুদ্ধ চলাকালে রুশ সেনাবাহিনীর ওই শীর্ষ কমান্ডার নিহত হন।

ইউক্রেনের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ব্যাপারে রুশ কর্মকর্তারাও কোনো মন্তব্য করেননি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিহত রুশ শীর্ষ কমান্ডারের নাম ভিটালি গেরাসিমভ। রুশ সেনাবাহিনীতে তাঁর পদমর্যাদা ছিল মেজর জেনারেল। তিনি চিফ অব স্টাফ ছিলেন। তিনি রাশিয়ার ৪১তম আর্মি অব দ্য সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন।

বিবৃতিতে দাবি করা হয়, যুদ্ধে রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত ও আহত হয়েছেন।

ইউক্রেনের গোয়েন্দারা বলছেন, গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ ও সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি রাশিয়ার ‘ক্রিমিয়া ফিরে পাওয়ার’ জন্য একটি পদক পেয়েছিলেন।

ইউক্রেনের কর্মকর্তারা একটি ছবি টুইট করে বলছেন, তিনিই রুশ কমান্ডার গেরাসিমভ, যিনি নিহত হয়েছেন।

Share this news on: