পেশাদার সেনারাই ইউক্রেনে অভিযান চালাচ্ছে: পুতিন

নতুন নিয়োগপ্রাপ্ত এবং রিজার্ভে থাকা সেনারা ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নিচ্ছে না এবং নেবেও না বলে জানিয়েছেন,রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার রুশ বার্তাসংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় পুতিন নারীদের উদ্দেশে বলেন, 'আমি জোর দিয়ে বলতে চাই যে, নতুন নিয়োগপ্রাপ্ত সেনারা অভিযানে অংশ নিচ্ছে না এবং নেবেও না। এ ছাড়া, রিজার্ভে থাকা সেনাদের মধ্য থেকেও অভিযানের জন্য আর কাউকে ডাকা হবে না। অভিযান কেবল পেশাদার সেনাদের দ্বারা পরিচালিত হচ্ছে।' এ সময় পুতিন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'সেনারা রাশিয়ার জনগণকে নিরাপত্তা ও শান্তি প্রদানে অবিচল থাকবে।'

রাশিয়ার প্রেসিডেন্ট রুশ সেনা ও অফিসারদের মা, স্ত্রী, বোন, নববধূ এবং বান্ধবীদের উদ্দেশে বলেন, 'সেনারা একটি বিশেষ সামরিক অভিযানের সময় রাশিয়াকে রক্ষা করতে লড়াইয়ে লিপ্ত আছেন।'

পুতিন আরও বলেন, 'আপনি প্রিয়জন এবং পরিবারের সদস্যদের নিয়ে কী পরিমাণ উদ্বিগ্ন তা আমি বুঝি। আপনি তাদের নিয়ে গর্ব করতে পারেন, কেননা পুরো দেশ তাদের নিয়ে গর্বিত এবং আপনার মতোই উদ্বিগ্ন।'

Share this news on: