এবার রাশিয়ায় বন্ধ হচ্ছে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস ও কোকাকোলা

মার্কিনভিত্তিক বহুজাতিক ফাস্টফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস এবং জনপ্রিয় চেইন কফিহাউস স্টারবাকস রাশিয়ায় তাদের রেস্টুরেন্ট ও ক্যাফে বন্ধ করার ঘোষণা দিয়েছে। কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোকাকোলা। নিজেদের কিছু পণ্য তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে পেপসিকো।

ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। দেশটিতে ব্যবসা গুটিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের নামিদামি সব প্রতিষ্ঠান। যে তালিকায় সবশেষ যোগ হলো বিশ্বব্যাপী জনপ্রিয় খাবার প্রস্তুতকারী ও পানীয় কোম্পানিগুলো।

আজ এক বিবৃতিতে ম্যাকডোনাল্ডসের সিইও ক্রিস কেম্পজিনকি জানিয়েছেন, রাশিয়ায় সাময়িকভাবে আমাদের সব রেস্টুরেন্ট বন্ধ রাখায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সব ধরনের কার্যক্রমও বন্ধ থাকবে।

কর্মীদের এক বার্তায় স্টারবাকসের সিইও কেভিন জনসন জানিয়েছেন, রাশিয়ায় আমরা আমাদের সব ধরনের কার্যক্রম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

রাশিয়ায় ব্যবসা বন্ধ রাখার দেওয়া বিবৃতিতে কোকাকোলা বলেছে, ‘ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।’

একই ঘোষণা দিয়ে পেপসিকো বলেছে, আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তবে শিশুখাদ্য উৎপাদন স্বাভাবিক থাকবে।

Share this news on:

সর্বশেষ