বাংলাদেশে আসছেন সানি লিওন

বাংলাদেশে আসছেন ভারতের সানি লিওন। সোলজার নামের একটি ছবির শুটিংয়ে অংশ নিতেই ঢাকায় আসছেন আলোচিত-সমালোচিত এই নায়িকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে ৩০ দিন দেশে থাকার অনুমতি দিয়েছে। যদিও বিতর্কিত এই নায়িকাকে দেশে আসার অনুমতি দেননি বলে দাবি করেন উপসচিব মো. সাইফুল ইসলাম। মুফোঠোনে তিনি বলেন, তার সাক্ষর জাল করা হয়েছে।

ভারতের আলোচিত-সমালোচিত এই তারকা আসছেন বাংলাদেশে। সোলজার ছবির শুটিংয়ে অংশ নিতেই ঢাকায় আসছেন সানি। এরই মধ্যে মিলেছে বাংলাদেশে আসার অনুমতি। আমেরিকান পাসপোর্টে দেশে আসছেন তিনি। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাওয়া অনুমতি পত্রে দেখা যায়, ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকতে পারবেন ভারতের এই তারকা। যদিও বিতর্কিত এই নায়িকাকে দেশে আসার অনুমতি দেননি বলে দাবি করেন উপসচিব মো. সাইফুল ইসলাম। মুফোঠোনে চ্যানেল টোয়েন্টিফোরকে সাক্ষর জাল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমার স্বাক্ষর জালটাল করা হয়েছে। সানি লিওনের নামে কোনও অনুমোদন আমাদের এখানে হয় নাই। অনুমোদনপত্রে নিজের স্বাক্ষর সম্পর্কে উপসচিব বলেন, ফাইলটি আমি আগে দেখি, না দেখে আমি আপনাকে কিছু বলতে পারছি না।

এদিকে, যে ছবির জন্য সানী লিওন দেশে আসার যে অনুমতি পেয়েছে তার প্রযোজক সেলিম খান আর পরিচালক শামীম আহমেদ রনি। পরিচালক যদিও জানিয়েছেন এগিয়ে যাচ্ছে সোলজার'র কাজ তবে প্রযোজক বলেন, সিনেমাটি বানাবেন না তিনি।

চলচ্চিত্র প্রযোজক সেলিম খান বলেন, অনুমোদন পেয়েছি তবে এটি বাতিল করার জন্য বলে দিয়েছি। সিনেমাটি বানাবো না আমরা। আমি বলতেছি সোলজার আমরা বানাবো না। বিপরীত মেরুতে অবস্থানে থাকা চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি বলেন, আমাকে অনুমতি দিয়েছে। আমাদের একটা কাস্টিংয়ের প্রয়োজনে তাকে দরকার হয়েছে। আমরা হয়ত এ বছরের শেষের দিকে শুটে যেতে পারি। 

এর আগে ২০১৫ সালে সানী লিওনের দেশে আসার কথা উঠলেও ইসলামিক সংগঠনগুলোর বাঁধার মুখে মেলেনি অনুমতি। তবে এবার অনেকটা নীরবেই মিলেছে সরকারের অনুমতি।

সৌজন্যে - চ্যানেল২৪

Share this news on: