ইউক্রেনে ‘বিশ্বের ভয়ঙ্কর’ স্নাইপার ওয়ালি

'ভয়ঙ্কর' স্নাইপার ওয়ালি স্বেচ্ছাসেবক হিসেবে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেন পৌঁছেছে। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডট কম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তিনি কানাডায় স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আজ ইউক্রেনে প্রবেশ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান'র বরাত দিয়ে ঐ প্রতিবেদনে বলা হয়, সাধারণত 'ওয়ালি' নামে পরিচিত এই প্রশিক্ষিত স্নাইপার ২০১৫ সালে নিজে থেকেই আইএস'র বিরুদ্ধে লড়াই করতে ইরাক গিয়েছিলেন। এরপর তিনি সিরিয়ায় কুর্দিদের সঙ্গে আইএস'র বিরুদ্ধে লড়াই করেছেন।

এর আগে ৪০ বছর বয়সী এই স্নাইপার কানাডার সশস্ত্র বাহিনীর হয়ে ২০০৯ ও ২০১১ সালে আফগানিস্তানে গিয়েছিলেন।


ওয়ালি প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে থাকা মানুষকে হত্যা করে বিশ্বের অন্যতম 'ভয়ঙ্কর' স্নাইপার হয়ে ‍ওঠেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে , গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 'রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায়' ইচ্ছুক বিদেশিদের তার দেশে আমন্ত্রণ জানালে ওয়ালি তাতে সাড়া দেন।

Share this news on:

সর্বশেষ