রাশিয়া-ইউক্রেন যুদ্ধে:চাহিদা বাড়ছে ক্রিপ্টোকারেন্সির!

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা কঠিন সময় পাড় করছেন। করোনা মহামারির কারণে পুরো বিশ্ব একটা কাঁপুনি খেয়েছে। এখন আবার নতুন করে শুরু হয়েছে যুদ্ধ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ যুদ্ধের কারণে ৪০ বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছ পুরো বিশ্বে। 

অন্যদিকে নতুন করো আলোচনা শুরু হয়েছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। গত পাঁচ বছর ধরে এ মার্কেটের আকার বেড়ে দাঁড়িয়েছে ১৪ বিলিয়ন ডলারে। 

মার্কিন সরকারও ডিজিটাল মুদ্রার বাজার ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (০৯ মার্চ) দেশটির প্রেসিডেন্ট ডো বাইডেন নিজস্বভাবে ডিজিটাল মুদ্রার বাজার তৈরির লক্ষ্যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে এখন থেকে দেশটির নাগরিকদের লেনদেন প্রক্রিয়া তদারকি করবে সিবিডিসি। 

সম্প্রতি করা নতুন এক গবেষণায় উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের ১৬ শতাংশ মানুষ বিভিন্ন ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেন। আর এ সংখ্যা দিনকে দিন বাড়ছে। 

Share this news on: