২৬শে মার্চ থেকে ঢাকা টরন্টো সরাসরি ফ্লাইট

আগামী ২৬শে মার্চ থেকে ঢাকা টরন্টো সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এমনটা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শুক্রবার সকালে বিমান হাফ ম্যারাথন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-নিউইয়র্ক, ঢাকা-টরন্টোসহ বেশ কিছু ফ্লাইট চালু প্রক্রিয়াধীন। আমরা আন্তর্জাতিক মান বজায় রেখেই আমাদের সেবা চালিয়ে যাবো। বিশ্বের বিভিন্ন গন্তব্যে বাংলাদেশের পতাকা নিয়ে বিমান গৌরবের সাথে উড়ে চলবে। অন্যান্য এয়ারলাইন্স না ব্যবহার করে যাত্রীদের বাংলাদেশ বিমান ব্যবহারের পরামর্শ দেন বিমান প্রতিমন্ত্রী। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয় বিমান হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের কয়েকশ প্রতিযোগী অংশ নেন। পরে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ম্যরাথনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

Share this news on: