শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়।রোববার (১৩ মার্চ) সকালে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। বলেন, পূর্বের জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান উন্নয়নের উপর একটি গবেষণা চালানো হচ্ছে।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।

ডা. দীপু মনি আরও বলেন, করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস এবং পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে।

Share this news on: