পেশাজীবীদের নিয়ে ইসি'র দ্বিতীয় দফা সংলাপ ২২শে মার্চ

আগামী ২২শে মার্চ পেশাজীবীদের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দ্বিতীয় দফায় আয়োজন করা হবে।

আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে পরামর্শ নিতে চায় বিভিন্ন মহলের। দায়িত্ব নেয়ার পর এই প্রথম ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানায় ইসি। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে নির্বাচন ভবনে শিক্ষাবিদদের সঙ্গে প্রথম দফা বৈঠকে বসে নির্বাচন কমিশন সিইসি। এতে ৩০ জন বিশিষ্ট শিক্ষাবিদ অংশ নেয়ার কথা থাকলেও অংশ নেন মাত্র ১৩ শিক্ষাবিদ।

নতুন দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় দফায় দেশের পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। তবে, ২২শে মার্চের এ সংলাপে কতজন পেশাজীবীকে আমন্ত্রণ জানানো হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Share this news on:

সর্বশেষ