কোন সমাধান ছাড়াই শেষ রুশ-ইউক্রেন চতুর্থ আলোচনা, আবার বৈঠক মঙ্গলবার

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধ থামানোর লক্ষ্যে রবিবার চতুর্থদফা আলোচনা শেষ করেছেন।

ইউক্রেনের প্রধান আলোচক আগে বলেছিলেন, 'সংলাপে তাদের মূল মনোযোগ থাকবে যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ওপর'।  

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, ‘পদ্ধতিগত বিরতির পর’ মঙ্গলবার আবার আলোচনা শুরু হবে।

আলোচনা চলার সময়ও ইউক্রেনের বিভিন্নস্থানে রাশিয়ার বাহিনীর বিধ্বংসী হামলা অব্যাহত চালিয়েছে।

কিয়েভের উপকণ্ঠগুলোতে ব্যাপক যুদ্ধ চললেও রাজধানী শহর, বিশেষ করে কেন্দ্রীয় এলাকা অক্ষত আছে। 

Share this news on: