রাশিয়ার সেনারা বিভ্রান্ত: জেলেনস্কি

চতুর্থ দফায়- মঙ্গলবার রাশিয়ার সাথে শান্তি আলোচনা অব্যাহত থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, 'তাকে জানানো হয়েছে আলোচনা 'বেশ ভালো' হচ্ছে। 'তবে দেখা যাক। এটি আগামীকালও অব্যাহত থাকবে,' বলেন জেলেনস্কি। 


ইউক্রেনের এই প্রেসিডেন্ট আরও বলেন, 'ইউক্রেনের সেনারা লুহানস্ক ও কিয়েভ থেকে সোমবার তিন হাজার ৮০৬ জনকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে'। 

জেলেনস্কি জানান, '১০০ টন সরবরাহের একটি কনভয় এখনও বার্দিয়ানস্কে আটকে। অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে পৌঁছাতে অক্ষম'। 

তিনি আরও বলেন। 'রাশিয়ার সেনারা বিভ্রান্ত। ইউক্রেনের পক্ষ থেকে এমন প্রতিরোধ হবে আশা করেনি। জেলেনস্কি দাবি করেছেন, তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। তারা সরঞ্জাম পরিত্যাগ করে'।

Share this news on: