তামিম-সাকিবের ৫ দিনের পাওয়ার হিটিং পরামর্শক মরকেল

দক্ষিণ আফ্রিকার সাথে বিসিবির সখ্যতা জমে উঠেছে। ডমিঙ্গো, ডোনাল্ডের পর পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে তাকে দীর্ঘ মেয়াদের জন্য নয়, মাত্র পাঁচ দিন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন মরকেল। বিষয়টি নিশ্চিত করেছে , বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

নিজামউদ্দিন জানান, ‘এটা কোনো নিয়োগ না, ও স্বল্পমেয়াদী কয়েকটা সেশন করাবে আর দলের সাথে থাকবে। নিয়োগ অন্য বিষয়, দীর্ঘমেয়াদে হয়। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য।’

এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, মর্কেল ওয়ানডে সিরিজে ৫ দিন কাজ করবেন।

বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকায়। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ। পঞ্চাশ ওভারের ফরম্যাট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। 

আগামী ১৮ মার্চ সিরিজের প্রথম ম্যাচ। ২০ ও ২৩ তারিখ যথাক্রমে ২য় ও ৩য় ম্যাচ অনুষ্ঠিত হবে।

Share this news on: