দেশে করোনায় মৃত্যুশূন্য আজও

করোনাভাইরাস মহামারিতে আজও মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুইদিন ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি। 

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১১২ জনেই রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৮২ জন। 

বিজ্ঞপ্তিতে বলাও জানানো হয়, দেশে সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। 

Share this news on: