ইসির সংলাপে অংশ নিলেন ১৭ জন

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের কর্মকৌশল ঠিক করতে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের দ্বিতীয় দফায় মতামত দেওয়ার জন্য ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নিয়েছেন ১৭ জন।

সোমবার (২২ মার্চ) বেলা সোয়া ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শুরু হয়েছে।

সংলাপে উপস্থিত হয়েছেন' ড. ইফতেখারুজ্জামান, ড. জাফরুল্লাহ চৌধুরী,ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, আলী ইমাম মজুমদার, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক নজরুল ইসলাম, সঞ্জীব দ্রং, আবু আলম মো. শহীদ খান, মহিউদ্দিন আহমেদ, খুশী কবির, রুবায়েত ফেরদৌস, ড. সিনহা এম এ সাঈদ, আব্দুল লতিফ মন্ডল, বেগম শাহীন আনাম, ড. মোস্তাফিজুর রহমান, ড. জহুরুল আলম, এবং ড. শেখ হাফিজুর রহমান'।

Share this news on: