মিয়ানমারে কারাভোগ শেষে ফিরিয়ে আনা হলো ৪১ বাংলাদেশিকে

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে সেখানে মানবেতর জীবন যাপন করা ৪১ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার সকালে মিয়ানমারের মংডুতে অনুষ্ঠিত বাংলাদেশের বিজিবি ও মিয়ানমারের বিজিপির মধ্যকার এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। 

বিজিবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ এতে আরো বলা হয়, 
ওই পতাকা বৈঠকে ১৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপি'র ০৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পুলিশ লেঃ কর্ণেল কাও না ইয়াং শো। বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার এর সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়। 

এদিকে ফেরত আনা বাংলাদেশী নাগরিকদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


Share this news on:

সর্বশেষ