বিদ্যুৎ বিভাগ পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। দেশে শতভাগ বিদ্যুতায়নের জন্য স্বাধীনতা পুরস্কার পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আজ বুধবার গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বলেন, আগামীকাল বৃহস্পতিবার ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা রয়েছে।
বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আজই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জানাবে। 

এর আগে ১১ মার্চ ১০ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২২ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে সমালোচনার মুখে সাহিত্যে প্রয়াত আমির হামজার পুরস্কারটি বাতিল করে সরকার। 

Share this news on:

সর্বশেষ