অভিবাসন খরচ কমিয়ে আনা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন,' বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অভিবাসন খরচ কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে আনা হবে'।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দৈনিক সমকাল অফিসে অভিবাসন নিয়ে আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী জানান,' করোনাকালে শ্রমিক পাঠানোর অভিবাসন প্রক্রিয়া থেমে থাকেনি। অতীতের থেকেও তিনগুণ বেশি শ্রমিক পাঠানোর কাজ করেছে সরকার'।

এ সময় বিদেশে কাজের ক্ষেত্রে ইংরেজি ভাষা শিক্ষার জন্য আন্তর্জাতিক অভিবাসন প্রতিষ্ঠানগুলোকে কাজের তাগিদ দেন মন্ত্রী।
একই সঙ্গে অভিবাসন প্রক্রিয়াকে সহজ করার জন্য মনিটরিং ব্যবস্থাকে জোরদার করার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

Share this news on:

সর্বশেষ