শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ

অর্থনৈতিক সংকটে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতির জেরে শ্রীলঙ্কায় জারি করা কারফিউয়ের মধ্যেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখেছে সরকার।

টানা ৩৬ ঘণ্টার কারফিউ চলছে শ্রীলঙ্কায়। তা সত্ত্বেও বিক্ষোভের শঙ্কায় এবার সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২ এপ্রিল) দেশটির সরকার নির্দেশ দেয় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চ্যানেল বন্ধ রাখার। ভুল তথ্য ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় শ্রীলঙ্কান সরকার।

Share this news on: