শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

অর্থনৈতিক চরম সংকটসহ নানামুখী সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এবার জরুরি অবস্থা প্রত্যাহার করেছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে গভীর রাতে জরুরি অবস্থা প্রত্যাহার করেন।

এনডিটিভির বরাত দিয়ে জানা যায়  এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হবে এই ঘোষণা।

বিক্ষোভ ও সহিংসতার মুখে পড়ে ১ এপ্রিল দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট গোটাবায়া । এর আগের দিন রাতে গোটাবায়ার পদত্যাগ দাবি করে  তার ব্যক্তিগত বাসভবনের সামনে কয়েক হাজার লোক জড়ো হয়ে বিক্ষোভ করে, পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।

পরবর্তীতে জরুরি অবস্থা ও কারফিউ দেয়া সত্ত্বেও প্রতিবাদ অব্যাহত থাকে। ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের বাড়ি ঘেরাও করে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা অর্থনৈতিক সংকটের সমাধান দাবি করতে থাকে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বাদে ২৬ জন মন্ত্রীই ইস্তফা দিয়েছেন।

Share this news on: