২১ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

একুশ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার বিচার। ঘটনার তেরো বছর পর ২০১৪ সালে বিচারিক আদালত হত্যা মামলাটির রায় ঘোষণা করলেও তা আটকে আছে হাইকোর্টে।

একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলাটি বিচারিক আদালতে আছে এখনো সাক্ষ্যগ্রহন পর্যায়ে। মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত হুজি'র জঙ্গি নেতা মুফতি হান্নানের অন্য একটি মামলায় ফাঁসি কার্যকর হয়ে গেছে।

দুই দশক আগে ২০০১ সালের ১৪ই এপ্রিল, পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমার বিস্ফোরণে থমকে যায় পুরো দেশ। হামলায় প্রাণ হারান ১০ জন আর পঙ্গুত্ব বরণ করেন অনেকেই।

এই মামলার আসামিরা পায় রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা। তদন্ত শেষ করতে সময় লাগে সাত বছর। এরপর, ২০০৮ সালের ২৯শে নভেম্বর হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেয় সিআইডি। আরও প্রায় ৭ বছর পর, ২০১৪ সালের ২৩শে জুন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।

রায়ে মুফতি হান্নানসহ আট জঙ্গিকে ফাঁসি ও ছয় জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড হয়। ফাঁসির দণ্ড হওয়া বিএনপি জামায়াত জোটের শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালামের ভাই তাজউদ্দিনসহ চারজন এখনো পলাতক।

রায় হওয়ার আরও সাত বছর পর মামলাটি এখন আপিল শুনানির অপক্ষোয় হাইকোর্টে। এদিকে, বিস্ফোরক আইনের মামলাটির বিচার চলছে। রাষ্ট্রপক্ষের ৮৪ সাক্ষ্যীর মধ্যে ৫৪ জন আদালতে সাক্ষ্য দেন।

আসামীদের মধ্যে অন্যতম মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়ে গেছে ২০১৭ সালে, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলার মামলায়। অন্য আসামীদের কেউ কারাগারে, আবার কেউ পলাতক।

Share this news on: