১২ ইউনিটের চেষ্টায় দেড়ঘণ্টায় লালবাগের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টা ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৫ এপ্রিল) ১২টা ছয় মিনিটে আগুন লাগলে এটি নিয়ন্ত্রণে আসে একটা ৩৫ মিনিটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ডিউটি অফিসার রোজিনা আক্তার একাত্তরকে এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পায়নি ফায়ার সার্ভিস।

শুরুতে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এরপর তাদের সাথে যোগ দেয় আরো তিনটি ইউনিট।

তবে, ফায়ারসার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।

Share this news on: