কুলাউড়া সীমান্ত থেকে বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অবৈধভাবে আসা এক ভারতীয়কে পার করতে গিয়ে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সোয়া ৭টায় লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকার নাথ বাড়ি সংলগ্ন ভারতীয় সীমান্তে এ ঘটনাটি ঘটে।

ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর থেকে অবৈধভাবে আসা এক ভারতীয় নাগরিককে সন্ধ্যার পর আবার ভারতে পার করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এক বাংলাদেশী তরুণকে ধরে নিয়ে গেছে। বিএসএফের হাতে ধরা পড়া তরুণ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। বৃহস্পতিবার ইফতারের পর তাকে আবার ফয়জুর সীমান্তের কাটা তারের বেড়া অতিক্রম করাচ্ছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএএসফ সদস্যরা ভারতীয় নাগরিকের সঙ্গে বাংলাদেশী নাগরিক ফয়জুরকেও ধরে নিয়ে যায়।

শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্ণেল মিজানুর রহমান সিকদার বিকেল পৌনে চারটায় জানান, অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তিনি বলেন, এ ব্যাপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের সময় তারা জানায়, দু’জনের কাছেই মানব পাচারের বিষয়ে আলামত পাওয়া গেছে। তাদের বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

Share this news on: