শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপেক্ষে।সোমবার (১৮ এপ্রিল) তার দলের ১৭ সদস্যকে মন্ত্রিসভার বিভিন্ন পদে নিয়োগ দেন তিনি। তবে সেখানে রাজাপেক্ষে পরিবারের কোনো সদস্যের জায়গা হয়নি। 

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এ মাসের শুরু থেকে বিক্ষোভ-আন্দোলন করে আসছে জনগণ। তবে তার এ সিদ্ধান্ত থেকে বোঝা গেলো, ক্ষমতা ছাড়তে একদমই নারাজ তিনি। 

এর আগে গত ৩১ মার্চ বিক্ষুব্ধ জনতা কলম্বোতে গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। পরদিন ভোরেই অবশ্য এ কারফিউ প্রত্যাহার করে নেয়া হয়। 

টালমাটাল অবস্থার মধ্যে একে একে পদত্যাগ করেন দেশটির মন্ত্রিসভার ১৭ সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভা গঠন করতে বিরোধীদলের প্রতি আহবান জানালেও তারা তা প্রত্যাখ্যান করেন। 

Share this news on: