ডিআইজি মিজানের সাজা কেন বাড়ানো হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের সাজা কেন বাড়ানো হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ সোমবার (১৮ এপ্রিল) চেম্বার আদালতে মিজানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদনের শুনানি শেষে এ রুল জারি করা হয়।

এর আগে গেল ১৩ এপ্রিল ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানকে জামিন দেয় হাইকোর্ট। একইদিনে মানি লন্ডারিংয়ের মামলায় দুদকের এনামুল বাছিরের ৮০ লাখ টাকা জরিমানার সাজা স্থগিত করে হাইকোর্ট। সেই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে ও বাছিরকে তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে মানি লন্ডারিং আইনের ৪ ধারায় বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

Share this news on: