এশিয়ার বৃহত্তম শপিংমলে কেন বাড়ছে মানুষের ভিড় ? দেখুন সরাসরি....

গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে রাজধানীবাসী ঈদের কেনাকাটা মনমতো না হলেও । এবার করোনার প্রকোপ কমে আসায় যেন প্রাণ ফিরেছে বড় বড় শপিং মলগুলোতে।

ঈদের বাকি এখনো ১৩/১৪ দিন। এর মধ্যেই রাজধানীর শপিংমলগুলোতে ক্রেতাদের সমাগম হয়ে উঠেছে লক্ষণীয় মাত্রায়।

রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন মল্লিকা, গাজী ভবন, ইস্টার্ন প্লাজা, মৌচাক মার্কেটসহ একাধিক মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সব বয়সের ক্রেতাদের কথা মাথায় রেখেই সকল ধরনের পোশাক রেখেছেন দোকানীরা।পাঞ্জাবি,শাড়ী,লুঙ্গি, থ্রি পিস,শার্ট,প্যান্ট,টিশার্ট,ফতুয়া,ছোটদের পোশাক,গহনা,জুতা সহ প্রয়োজনীয় সব পন্যর পশরা সাজিয়েছে বিক্রেতারা।

ক্রেতাদের পদচারণায় ভরে উঠেছে মার্কেটগুলো। ব্যবসা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। আর ক্রেতারা বলছেন, পন্যের দাম রয়েছে সাধ্যে মধ্যে, পোশাকের মান ও ভালো। 


Share this news on: