চিরচেনা রূপে ফিরছে ঈদের জামাত, প্রস্তুত জাতীয় ঈদগাহ

করোনা মহামারির ধকল কাটিয়ে ২ বছর পর খোলা ময়দানে হবে ঈদের নামাজ।

আবার চিরচেনা রূপে ফিরছে জাতীয় ঈদগাহসহ দেশের ঈদের মাঠগুলো। করোনা মহামারির ধকল কাটিয়ে দুই বছর পর এসব ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামাজ। এরইমধ্যে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদ-ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

আশির দশকে হাইকোর্টের প্রাঙ্গণটিকে জাতীয় ঈদগাহ হিসেবে ঘোষণা করা হয়। এরপর বছরে দুই বারই এখানে ঈদের নামাজ হয়ে আসছে। করোনা সংক্রমণের কারণে ২০২০ এবং ২১ সালের চার ঈদের নামাজ হয়নি জাতীয় ঈদগাহে। এবার প্রস্তুত এ ময়দান।

বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিক, রাজনীতিকসহ নগরীর সব শ্রেণি-পেশার মানুষ ঈদের এ প্রধান জামাতে অংশ নেবেন। প্রায় পাঁচ হাজার নারীসহ প্যান্ডেলের ভিতর ৩৫ হাজার মুসল্লি এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

রাজধানীতে ঈদুল ফিতরের প্রথম ঈদ জামাত গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। সকাল সাড়ে ৭টায় এই মসজিদে দ্বিতীয় জামাত। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়। বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চট্টগ্রামে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহীতে প্রধান জামাত সকাল ৮টায় শহরের হযরত শাহ মখদুম রূপোস রহমাতুল্লাহে আলাইহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। একই মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৯টায়।

খুলনায় প্রধান জামাত সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে। বরিশালে সকাল ৮টায় নগরের বান্দ রোডের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে প্রধান জামাত সকাল ৮টায় নগরীর আঞ্জুমানে ঈদগাহ মাঠে।

Share this news on: