রাজধানীতে ফিরছে নগরবাসী

ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই প্রবেশপথগুলো দিয়ে রাজধানীতে ফিরছে গণপরিবহন।

তবে ফেরার যাত্রী সংখ্যা স্বাভাবিক। এবার যাত্রীরা ফিরতে পারছেন বেশ স্বস্তিতেই। নেই কোন বাড়তি ভাড়ার অভিযোগ। তবে কিছু বাস পথিমধ্যে যাত্রী উঠিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে যাত্রীর সংখ্যা কম থাকায় সময়মতোই বাসগুলো রাজধানীতে ফিরছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। মহাসড়কেও চাপ নেই বলেও জানান তারা। তবে বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকায় ফেরা যাত্রীর চাপ বাড়বে বলে ধারণা তাদের।

ভোরের দিকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে ফিরতে শুরু করে। প্রতিটি লঞ্চেই ভিড় না থাকলেও বিপুল সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ গুলো ঢাকায় এসেছে।

বরিশাল থেকে সুন্দরবন, সুরুভী, পারাবাত, কীর্তনখোলা, মানামী নামের লঞ্চ ভোরে সদরঘাটে পৌঁছে।

চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, পটুয়াখালী, ভোলা, আমতলী, রাঙ্গাবালী, হুলারহাট, ভান্ডারিয়া সহ বিভিন্ন গন্তব্যের লঞ্চগুলো যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে।

প্র‌তি‌টি লঞ্চেই যাত্রীর সংখ্যা স্বভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি ছিল। আগামী শনিবার ও রবিবার এই ভিড় আরো বাড়বে।

সড়কপথেও ঈদে ঘরে ফেরা মানুষ এখন ঢাকায় ফিরতে শুরু করেছে। গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে ফিরে আসা বাসগুলোতে পর্যাপ্ত সংখ্যক যাত্রী ছিল।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোর পেছনদিকে আট-দশটি সিট খালি ছিল এছাড়া অন্য সব আসনেই যাত্রী এসেছে। দিগন্ত পরিবহনের যাত্রী আইয়ুব হোসেন জানান, শনিবার থেকেই অফিস শুরু হয়ে যাবে।

Share this news on: