ভারতে আকাশ থেকে ঝরে পড়ছে পাখি

উড়তে থাকা পাখি হটাৎ ঝরে পড়ছে মাটিতে। বিষয়টি শুনতেই তো গা শিহরিয়ে উঠছে। আর তা যদি নিজ চোখে ঘটতে দেখেন তাহলে! 

সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলে তীব্র দাবদাহের ফলে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। পশুপাখিরাও বাদ যায়নি এর থেকে। গুজরাট রাজ্যে মাটিতে পড়ে থাকা বেশ কিছু পাখি উদ্ধার করেছেন স্থানীয় প্রাণী উদ্ধারকর্মীরা যেগুলো পানিশূন্যতার ফলে মাটিতে পড়েছিলো।
বার্তা সংস্থা রয়টার্স এই সংবাদটি প্রকাশ করেন।

প্রাণী চিকিৎসকরা জানান, তীব্র দাবদাহের ফলে তারা গত এক সপ্তাহে হাজারেরও বেশি তৃষ্ণার্ত পাখিকে চিকিৎসা দিয়েছে। তারা আরও বলেন প্রতিদিনই উদ্ধারকর্মীরা এমন অনেক পাখি উদ্ধার করছেন যার মধ্যে কবুতর, চিলের মতন বেশি উঁচুতে ওড়া পাখিই বেশি।

প্রতিবেদনে আরও জানানো হয়, বেশ কয়েক বছর ধরে গ্রীষ্মকাল শুরুর আগের সময়ে তাপমাত্রা অধিক হারে পৌঁছে যায়, যেকারণে দক্ষিণ এশিয়ার বেশাবেশি অঞ্চলে খরা লক্ষ্য করা গিয়েছে। তার সাথে সাথে এ সময়ে অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকি নিয়ে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

Share this news on:

সর্বশেষ