অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপচয় নয়। অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নীতি সহায়তা ও অর্থের যোগান অব্যাহত রাখবে সরকার।

সোমবার বেলা ১১টার দিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়ন নিয়ে ২য় সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের পানি, বিদ্যুৎ, খাদ্যশস্য ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে সবাইকে সাশ্রয়ী হতে হবে। কারণ আমরা জানি, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ফলে মানুষের অনেক কষ্ট হবে। কিন্তু সেটা যেন আমাদের দেশে না হয়, সে জন্যই সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সবাই একসঙ্গে কাজ করলে ২০৩০ সালের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবে বাংলাদেশ।

Share this news on: