টানা ৫ঘন্টা পর খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কাল বৈশাখী ঝড়ে কারনে 
প্রায় ৫ঘন্টা বন্ধ ছিলো খুলানার রেল যোগাযোগ। রেললাইনের উপরে ভেঙ্গে পড়া গাছ অপসারণ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন মাস্টার নাজমুল হুসাইন। তিনি বলেন, 'শনিবার ভোরে কালবৈশাখী তান্ডবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার হালসা রেলপথের মাঝামাঝি স্থানে রেললাইনের উপর বেশকিছু গাছ ভেঙ্গে পড়ায় সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৫ ঘণ্টার ব্যবধানে গাছগুলো অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়'।

এর আগে, শনিবার (২১শে মে) ভোরে আলমডাঙ্গা উপজেলায় আধাঘণ্টার ও বেশি সময় ধরে কালবৈশাখী ঝড় তান্ডব চালায়। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নে কয়েকশ বাড়িঘরের চালা উড়ে যায়। বিদ্যুতের খুটিসহ উঠতি ফসল ধান, পান বরজে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

Share this news on: