সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে পাহাড়ি ঢল

উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সিলেটে সুরমা নদীর পানি সবকটি পয়েন্টে ও কুশিয়ারা নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে কয়েক সেন্টিমিটার কমেছে সুরমার পানি। বেড়েছে কুশিয়ারা নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল।

কোথাও কোথাও ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে কয়েক লাখো মানুষ। নীচু এলাকায় বন্ধ সব যোগাযোগ ব্যবস্থা, দেখা দিচ্ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

এদিকে, সিলেট শহরে পানি কমলেও, জলমগ্নতা দীর্ঘায়িত হওয়ায় বেড়েছে ভোগান্তি। বিশুদ্ধ পানির তীব্র সংকটের পাশাপশি পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে।

Share this news on: