নারী-পুরুষ সমতাকরণে ইউনিলিভার ও ইউএন ওমেনের শপথ

আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ ও ইউএন ওমেন।

সোমবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলের ওয়াটার গার্ডেনে ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেদার লেলে এ কর্মসূচির উদ্বোধন করেন।

আয়োজকরা জানিয়েছে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য এবার এমন একটি পদযাত্রা শুরু করা, যার মাধ্যমে নারী-পুরুষ বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়বে।

উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে কেদার লেলে বলেন, ইউনিলিভার বাংলাদেশে নারী-পুরুষ সমতা অর্জনের বিষয়কে গুরুত্ব দিয়েছে। আমরা এবার প্রথম সেলস রিজিওনাল হেড এবং সি শিফট ম্যানেজার পদে নারীদের নিয়োগ দিয়েছি। আমাদের নারী কর্মকর্তার সংখ্যা ১০ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশ হয়েছে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস, ব্র্যাক, সিটি ব্যাংক এন এ, গ্রামীণফোন, জিএসকে, এইচএসবিসি, মাইক্রোসফট বাংলাদেশ, নেসলে বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ বাংলাদেশের করপোরেট প্রধানরা।

আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির চ্যান্সেলর, ডিন ও ডিরেক্টর প্রমুখ।

টাইমস/এএস

Share this news on: