শেষ দিনের প্রচারণায় সরগরম কুমিল্লা সিটি

কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে সোমবার (১৩ জুন) রাত ৮টায়। ভোট সুষ্ঠু করতে এরইমধ্যে মোতায়েন করা হয়েছে বিজিবি ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে আজ। আয়োজন করা হয়েছে মক ভোটিংয়ের। 

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় ভোট উৎসব। শেষ মুহূর্তে এসে ভোটের মাঠে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। প্রধান তিন প্রার্থী একে অপরের সমালোচনায় সরব হয়েছেন। 

শেষ মুহূর্তে এসে মেয়র পদে ভোটের মাঠে চলছে নানা সমীকরণ। কে জিতবে, কে হারবে—এমন আলোচনা চলছে নগর জুড়ে। উঠে আসছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক গ্রুপিংয়ের বিষয়টিও। রাজনৈতিক নানা মেরুকরণে ভোটের মাঠে তিন প্রার্থীর (রিফাত-সাক্কু-কায়সার) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে—এমন সম্ভাবনার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Share this news on: