ভারি বৃষ্টিতে সিলেটে আবারও লক্ষাধিক মানুষ পানিবন্দী

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে সিলেটে আবারও একাধিক এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।

গত কয়েক দিনের মতো আজ বুধবার (১৫ জুন) ভোর থেকে অবিরাম বৃষ্টি ঝরছে। এতে নদীর পানি ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার শতাধিক গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। 

এর আগে গত ১৫ মে থেকে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী ছিলেন। ওই সময় নগরীতেও বিপুল সংখ্যক মানুষ বন্যা কবলিত হয়ে চরম দুর্ভোগে পড়েছিলেন। সেই দুর্ভোগের রেশ কাটতে না কাটতে নতুন করে বন্যার কবলে পড়েছেন মানুষ। 

Share this news on: