পুনরায় প্রেসিডেন্ট হতে না হতেই জাতীয় আইনসভার নিয়ন্ত্রণ হারালেন ম্যাক্রোঁ

ইমানুয়েল ম্যাখোঁ ফ্রন্সের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দুই মাসেরও কম সময় হয়েছে। কিন্তু এরই মধ্যে তিনি ফ্রান্সের জাতীয় আইনসভার নিয়ন্ত্রণ হারিয়েছেন। সংসদ নির্বাচনে তার ক্ষমতাসীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয়েছ। বিবিসির খবরে এমন তথ্য উঠে এসেছে। 

রোববারের জাতীয় নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে ক্ষমতাসীন জোটের এ বিপর্যয়ে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে, তবে ম্যাক্রোঁ অন্যান্য দলের সঙ্গে জোট গঠনে সক্ষম হলে এ পরিস্থিতি এড়াতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নির্বাচনে অপেক্ষাকৃত ভালো ফলাফলে পার্লামেন্টে নিজেদের অবস্থান শক্ত করেছে বাম দলীয় জোট এবং কট্টর ডানপন্থি দল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 'ম্যাক্রোঁ নির্বাচনের আগে নিরস্কুশ জয় পেতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, কিন্তু নির্বাচনে তার মধ্যপন্থি জোট আসামব্ল বহু আসন হারিয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠতা হারালেও জাতীয় আইনসভার ৫৭৭টি আসনের মধ্যে আসামব্ল ২৪৫টি আসনে জয় পেয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের ২৮৯টি আসন পেতে হতো'।


Share this news on: