আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০, আহত ছয়শ'র বেশি


আফগানিস্তানে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ছয়শ' জন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২২ জুন) পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানায় মার্কিন জিওলজিক্যাল সার্ভে। খবর রয়টার্সের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আয়ুবি জানান, আহতদের উদ্ধার করতে ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে দুর্গম গ্রামগুলো থেকে এখনও কোনো তথ্য না পাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে পাকতিকা প্রদেশ থেকে। সেখানে এখন পর্যন্ত ২৫৫ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

Share this news on: