রুশ হামলায় নিহত ৪০ ইউক্রেনীয় সেনা

রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের দক্ষিণ-পূ্র্বের শহর মাইকোলাইভে এ হামলা চালায় রাশিয়া।

সোমবার আলজাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

প্রতিরক্ষার মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করে দিয়েছে রাশিয়ান সেনারা। রোববার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়া সোমবার (২৭ জুন) স্থানীয় সময় বিকেলে ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সেখানে অনেক লোক হতাহত হয়েছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিংমলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।

Share this news on: