চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন, গরুপ্রতি খরচ ৫৯১ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশু খামারিদের ভোগান্তি কমিয়ে, স্বল্প খরচে প্রান্তিক খামারির পশু ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।  

ঈদের ৪ দিন আগে (মঙ্গলবার ৫ জুলাই) থেকে পাকশী বিভাগীয় রেলওয়ে দফতরের আওতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেনে গবাদীপশু পরিবহন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা প্রতিটি ওয়াগনে ভাড়া পড়বে ১১ হাজার ৮৯০ টাকা। সেই ক্ষেত্রে গরু প্রতি খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা।

প্রতি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে।
সোমবার (২৭ জুন) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ক্যাটল ট্রেনটি মঙ্গলবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) জয়দেবপুর, টঙ্গি, তেজগাঁও হয়ে ঢাকা পৌঁছাবে ভোর ৫টায়।  

 

Share this news on: