ট্রেনের আগাম টিকিট পেতে যেভাবে সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ, সরাসরি

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ৮টায় কমলাপুরসহ রাজধানীর ৬টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়। এ টিকিট বিক্রি চলবে ৫ জুলাই পর্যন্ত।

শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনটির ১৬টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরমধ্যে ২টি কাউন্টার নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা রয়েছে।

দেখা গেছে, ভোর থেকে অগ্রিম টিকিটের জন্য টিকিট প্রত্যাশীরা লাইনে আছেন। টিকিট প্রত্যাশীদের লাইন কাউন্টারের সামনে থেকে স্টেশনের বাইরে চলে গিয়েছে। তবে, আজ ৫ ই জুলাই এর টিকেট পাওয়ার কথা থাকলেও টিকিট প্রত্যাশীরা টিকেট না পেয়ে এখনো লাইনে দাঁড়িয়ে আছেন আগামী ৬ তারিখের টিকিটের জন্য। তীব্র গরম এবং বৃষ্টিতে ভোগান্তির মধ্য দিয়ে অলস সময় পার করছেন টিকিট প্রত্যাশীরা। 

Share this news on:

সর্বশেষ