রথ যাত্রা কেন হয়?

রাজশাহীতে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা পালন হয়েছে। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। তাই প্রতিবছরের ন্যায় এ বছরও আষাঢ় মাসের হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব রথ যাত্রা পালন করেছেন সনাতন ধর্মের অনুসারীরা। 
রথ যাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 
রথ যাত্রায় নারী, পুরুষ, শিশু সবাই উপস্থিত ছিলেন। করোনার কারণে দুই বছর বড় পরিসরে আয়োজন করতে পারেন নি। কিন্তু এবার তারা বড় করেই এই রথ যাত্রা উৎ্যাপন করেছেন। 

রথযাত্রাকে উপলক্ষ করে মাস ব্যাপি মেলার আয়োজন শুরু হয়েছে রাজশাহীর আলুপট্টি থেকে সাগড়পাড়া পর্যন্ত রাস্তার দুই ধার দিয়ে। 

Share this news on:

সর্বশেষ