ড্রোনের মাধ্যমে মশার উৎস সনাক্ত! সরাসরি ...

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশার উৎস খুঁজতে ড্রোনের মাধ্যমে শনিবার থেকে ১০ দিনব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে । 

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম উদ্ভোদন করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র বলেন, নগরীর প্রতিটি বাড়িতে প্রবেশ করে ছাদ বা বেলকনিতে মশার উৎস খুঁজে বের করা কঠিন এবং সময় সাপেক্ষ কাজ। তাই অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে প্রতিটি বাড়ির ছাদে এডিসের লার্ভা আছে কি না, সেটি খুঁজে বের করা হবে। কোনো বাড়িতে পাওয়া গেলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২ থেকে ১১ জুলাই ঢাকা উত্তরের আওতাধীন প্রতিটি বাসাবাড়িতে এই কার্যক্রম চলবে জানিয়ে আতিক বলেন, অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে আমরা চিরুনি অভিযান পরিচালনা করছি।ড্রোন থেকে ছবি ও তথ্য-উপাত্ত নিয়ে যেসব বাড়িতে মশার লার্ভা পাওয়া যাবে, তার একটি তথ্যভাণ্ডার তৈরি করবে সিটি করপোরেশন, যা আগামী বছরে মশক নিধন কার্যক্রমে কাজে লাগবে।

Share this news on:

সর্বশেষ