এবার বাংলাসহ ১৪ ভাষায় পবিত্র হজের খুতবা সম্প্রচার

বাংলাসহ ১৪টি ভাষায় পবিত্র হজের খুতবা সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সৌদি সরকার।

শনিবার (২ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর এ সব তথ্য জানানো হয়েছে ।

খবরে বলা হয়, আগামী ৮ জুলাই আরাফাত দিবসে মক্কার নামিরা মসজিদ থেকে দেওয়া হজের খুতবাটি দেশটির সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি অনুবাদ সম্প্রচার করা হবে। শ্রোতাদের কাছে সংযম ও সহনশীলতার বার্তা দিতেই ১৪টি ভাষায় অনুবাদ আকারে হজের খুতবা সম্প্রচার করা হবে।

অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, সোয়াহিলি এবং তামিল। হজ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, অনুবাদের ফলে বিশ্বের ২০ কোটি মানুষের কাছে পৌঁছাবে আরাফাত দিবসের খুতবা।



Share this news on: