ঈদের ছুটি স্কুলে শুরু রোববার, কলেজে সোমবার

আগামীকাল রোববার (৩ জুলাই) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছুটি প্রযোজ্য হবে। 

আর সরকারি-বেসরকারি কলেজে কোরবানি ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী সোমবার (৪ জুলাই) থেকে। 

অপরদিকে শনিবার (২ জুলাই) থেকেই মাদরাসায় এ ছুটি শুরু হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা থেকে শনিবার (২ জুলাই) এ তথ্য পাওয়া গেছে। 

ছুটির তালিকায় দেখা গেছে, আগামীকাল সোমবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। 

মাধ্যমিক স্কুলগুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৫দিন বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুসারে, এ প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি ৪ জুলাই (সোমবার) থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই (শনিবার) থেকে সরকারি-বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে। 

আর মাদরাসার ছুটি শেষ হবে ১৪ জুলাই। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুন (শনিবার) থেকে মাদরাসায় ক্লাস শুরু হবে। 


Share this news on:

সর্বশেষ