মনিপুরে ভূমিধসে সেনাবাহিনীর ১৮ সদস্যসহ ৮১ জনের মৃত্যু

ভারতের মনিপুর রাজ্যে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। যার মধ্যে ১৮ জন সেনাসদস্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২ জুলাই) জি নিউজের প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে।

 টানা বৃষ্টির কারণে মনিপুর রাজ্যের নোনি জেলায় এই ঘটনা ঘটে।নরেলওয়ে নির্মাণ ক্যাম্পের কাছে স্থানীয় সময় বুধবার মধ্যরাতের দিকে এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

বিরেন সিং জানান, 'ভূমিধসের ঘটনায় এখনও ৫৫ জন নিখোঁজ আছে। কেন্দ্র থেকে সেনাসদস্যদের পাঠানো হয়েছে। জরুরি বিভাগের সদস্যরাও আছেন, যারা এই ধরনের কাজে বিশেষ প্রশিক্ষিত। আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে সব মরদেহ উদ্ধার করতে পারবো। মাটি এত ভেজা, গাড়ি ঢোকানো সম্ভব হচ্ছে না'।

শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেনা কর্মকর্তারাও তার সাথে যান। মুখ্যমন্ত্রী এন বিরেন সিং ঘোষণা দিয়েছেন, প্রত্যেক নিহত পরিবারকে ৫ লাখ ও প্রত্যেক আহতকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার।


Share this news on:

সর্বশেষ