বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমেছে

একমাস ধরে বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম। এতে প্রায় অর্ধবছরের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশের বাজারে গত এক মাসে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি।

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দাম কমেছে । গত একমাসে স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ১০ শতাংশ। রুপা কমেছে ১০ দশমিক ৮২ শতাংশ, প্লাটিনামের দাম কমেছে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। একমাস আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬৮ দশমিক শূন্য ৯ ডলার। সেখান থেকে কমে এখন ১ হাজার ৮১০ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১৬ দশমিক শূন্য ৭ ডলার বা দশমিক ৮৮ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি গত এক সপ্তাহে কমেছে রুপা ও প্লাটিনামের দাম। প্রতি আউন্স রুপার দাম কমেছে ১ দশমিক ২৪ ডলার বা ৫ দশমিক ৮৭ শতাংশ। এতে প্রতি আউন্স রুপার দাম ১৯ দশমিক ৮৭ ডলার। আর প্লাটিনামের দাম সপ্তাহে কমেছে ১৮ দশমিক ৫১ ডলার বা ২ দশমিক শূন্য ৪ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৮৮৯ ডলারে।

তথ্য অনুযায়ী দেখা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর দিক থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা যায় । হঠাৎ করে স্বর্ণের দামে বড় উত্থান, এরপর আবার বড় উল্টো ঘটনা ঘটছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু হয়। রাশিয়া হামলা শুরুর পর ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। 

তবে বিশ্ববাজারে দাম কমতে থাকলেও ২৬ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়। সেসময় ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেটের ওজনের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটেওজনের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ওজনের স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমানো হয়।

Share this news on: