টিকিটের জন্য অপেক্ষার শেষ কোথায়?

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টিকিট বিক্রির তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। ঈদযাত্রায় সড়কপথের ভোগান্তি এড়াতে পুরুষদের পাশাপাশি স্টেশনে জড়ো হয়েছেন নারীরাও। টিকিট পেতে ভোগান্তির শিকার হয়েছেন তারা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ফিরে গেছেন। টিকিট বিক্রির দ্বিতীয় দিনে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন টিকিটপ্রত্যাশীরা। 


তাই বাধ্য হয়েই তৃতীয় দিনের টিকিটের জন্য লাইনে অপেক্ষা করেছেন তারা। এদিকে দীর্ঘ ভোগান্তি উপেক্ষা করে কাক্সিক্ষত ‘সোনার টিকিট’ পেতে মরিয়া কেউ কেউ। অনেকে দীর্ঘ অপেক্ষার পর টিকিট পাওয়ার আনন্দে ফেটে পড়েন। কেউ কেউ টিকিটের ছবি তুলে ফ্রেমবন্দি করেন। আবার কেউ টানা তিন দিন লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট হাতে পাননি।

Share this news on: